dailybanglavoice.com
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফাঁস হওয়া মন্তব্যে ক্ষুব্ধ কাতার। ফাঁস হওয়া মন্তব্যে নেতানিয়াহু ইসরায়েল-হামাসের মধ্যস্থতা নিয়ে সমালোচনা করেছেন বলে গত বুধবার জানিয়েছে দেশটি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মাজেদ আল-আনসারি এক্স-এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর: সিবিসি নিউজের।
তিনি আরো বলেন, নেতানিয়াহুর রিপোর্টে তার সরকার ‘শঙ্কিত’ কিন্তু তারা অবাক হয়নি। ‘যদি রিপোর্ট করা মন্তব্যটি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে ইসরায়েলি প্রধানমন্ত্রী শুধু মধ্যস্থতা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন এবং অবমূল্যায়ন করবেন, যে কারণে ইসরায়েলি জিম্মিসহ নিরপরাধ জীবন বাঁচাতে অগ্রাধিকার দেয়ার পরিবর্তে, তার রাজনৈতিক ক্যারিয়ার পরিবেশন করা বলে মনে হচ্ছে।’
সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, জিম্মি মুক্তির বিনিময়ে শত্রুতা বন্ধ করার যে চুক্তি কাতার করেছিল নেতানিয়াহুর মন্তব্যের পর তা আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অপরদিকে, হামাসের হাতে জিম্মিদের পরিবারের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, মধ্যস্থতায় কাতারের ভূমিকা ছিল ‘ত্রুটিযুক্ত’। এছাড়া কাতার একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। হামাসের সঙ্গে দেশটির গভীর সম্পর্ক রয়েছে। গোষ্ঠীটির কিছু নির্বাসিত নেতাকেও আশ্রয় দিয়েছে কাতার। এই প্রসঙ্গে নেতানিয়াহুর মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও ধ্বংসাত্মক’ বলে ক্ষোভ জানিয়েছে দোহা।
——————-