dailybanglavoice.com
রাশিয়া অধিকৃত লুহানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহরের একটি বেকারিতে ইউক্রেন বাহিনীর বোমা বর্ষণে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে। বেসামরিক প্রতিরক্ষা, জরুরি পরিষেবা ও দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ১ জন শিশু রয়েছে। ৪ ফেব্রুয়ারি, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা প্রকাশিত সূত্রে এসব তথ্য জানা যায়। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
জাখারোভা বলেন, প্রায় ২৪ জনের বেশী মানুষ ওই বেসামরিক একটি ভবনে ছিলেন। ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) ব্যবহার করে ভবনটিতে হামলা চালায়। জরুরি পরিষেবা মন্ত্রণালয়, গত শনিবার রাতে একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায়, উদ্ধারকারীরা মরদেহ খুঁজে বের করছে। আর একতলা ভবনটির ধ্বংসাবশেষ থেকে, রক্তাক্তদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে।