dailybanglavoice.com
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহেল বাকী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভূত্থানের পর, দেশের বর্তমান পরিস্থিতি দ্রুত মোকাবিলা করে দ্রুত সময়ের মধ্যে থানা ও পুলিশের কার্যক্রম শুরু করে জনগণের সেবায় কাজ করবেন বলে জানিয়েছেন। গত বুধবার (৭ আগস্ট) দুপুরে পল্টনে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অপরদিকে, পুলিশ কখনও কর্মবিরতিতে যেতে পারে না জানিয়ে তিনি বলেন, এটা পুলিশের ইতিহাসে এই প্রথম। আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করছি। পুলিশ জনগণের বন্ধু, তবে হাসিনার সরকার ও তার দলীয় রাজনৈতিক রোষানলে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল দাবি করে আব্দুল্লাহেল বাকী বলেন, পুলিশকে দিয়ে মানুষের ওপর নির্যাতন ও অন্যায় কাজ করা হয়েছিল।
হাসিনা সরকারের সময়ে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে, এমন দাবি করে তিনি আরো বলেন, যার ফলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অনৈতিক কাজ করতে বাধ্য ছিল। তারাই এখন কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, আপনারা সবাই অবগত আছেন যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জন মানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে। যেসব পুলিশ সদস্য খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সকলেই আজ গা ঢাকা দিয়েছে।’
জনগণকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য স্ব-নির্বন্ধ অনুরোধ জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আশা করি, শিগগিরই বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব নবযাত্রা শুরু করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। আমরা আরও ঘোষণা করছি যে, গণধিকৃত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এছাড়া ও তিনি জানান, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীনতম সংগঠন। এদিন উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে পূর্বের কার্যনিবাহী কমিটি বিলুপ্ত করে, ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।’ নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকীকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com