dailybanglavoice.com
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভূত্থানের পর, ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর ওই অনুষ্ঠানে শপথ নেন অন্য ১৩ উপদেষ্টা। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।
এছাড়াও আরো ৩ উপদেষ্টা ঢাকার বাইরে থাকায়, এদিন শপথ নিতে পারেননি। বর্তমান অন্তর্বর্তীকালীন এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত ১৭ জন। শপথ শুরুর আগে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। অপরদিকে, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের প্রায় হাজার খানেক অতিথি এ সময় বঙ্গভবনে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরিষদের অপর ১৬ সদস্যের মধ্যে রয়েছেন-সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম (বীর প্রতীক), আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com