dailybanglavoice.com
চট্টগ্রাম অফিস: আবারো পানি ছাড়া হয়েছে, চট্টগ্রামের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই বাঁধের সবকটি জলকপাট দিয়ে। প্রায় ৬ ঘণ্টা বন্ধ রাখার পর রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ১৬টি জলকপাট খুলে পানি ছেড়ে দেয়া হয়েছে। এবার প্রতিটি জলকপাট দিয়ে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হয় বলে জানা গেছে। রোববার রাত ৮টার দিকে বিদ্যুকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৮টা থেকে সবকটি জলকপাট ছেড়ে দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার পর পানির চাপ না থাকায় দুপুর ২টায় বন্ধ করা হয়। অপরদিকে, এদিন সন্ধ্যা ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৬০ ফুট-মীনস সি লেভেল। বিকেলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, আবারো সবকটি জলকপাট থেকে পানি ছাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা নেই।
---------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com