প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
উত্তর যুব মহিলা লীগ নেত্রী ও তার স্বামীর বিরুদ্ধে চার্জশিট
dailybanglavoice.com
ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাসসুম মিশু ও তার স্বামী আতিকুর রহমানের বিরুদ্ধে, কিশোরীকে অনৈতিক কাজে বাধ্যসহ নির্যাতনের অভিযোগে করা মামলায়, চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। শুক্রবার আদালতের সাভার থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।
চার্জশিটে বলা হয়েছে, পড়ালেখার সুবাধে তার বাসায় ১৫ বছর বয়সী ১ কিশোরী ভাড়াটিয়া হিসেবে একা থাকতেন। মিশুর সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মিশু তাকে প্রস্তাব দিয়ে বলেন যে, বড়লোকের ছেলেদের সঙ্গে মেলামেশা করলে অনেক টাকা পাওয়া যাবে। প্রস্তাবে রাজি না হলেও জোরপূর্বক তাকে বিভিন্ন ছেলেদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বাধ্য করতেন।
এছাড়াও আসামি মিশু এবং তার স্বামী আতিকুর রহমান ওই কিশোরীকে দিয়ে বিভিন্ন লোকদের সঙ্গে খারাপ কাজ করাতে না পারায় তারা প্রচুর মারধর করতেন। মাঝে মধ্যেই ভুক্তভোগীকে সিগারেটের আগুন দিয়ে ছ্যাকা দিতেন। আসামি আতিকুর রহমান বিভিন্ন সময় তাকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। কিশোরী যাতে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারেন সে জন্য আসামি মিশু মোবাইল ফোন কেড়ে নেন। এর কিছু দিন পর, গত বছরের ২৪ জুলাই মাসে মিশু ও তার স্বামী আতিকুর জোরপূর্বক ভুক্তভোগী কিশোরীর নগ্ন ছবি ধারণ করার চেষ্টা করেন। তখন কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন আসামি আতিকুর।
-------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com