dailybanglavoice.com:
দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, থার্ড টার্মিনালের নির্মাণকাজ শেষ হচ্ছে এপ্রিলে। আর অক্টোবরে এটি দেশি-বিদেশি যাত্রীদের ব্যবহারের জন্য এটি খুলে দেয়া হবে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এর সত্যতা স্বীকার করেছেন।
[caption id="attachment_630" align="aligncenter" width="592"] - থার্ড টার্মিনাল নির্মাণ (ফাইল ছবি-১)[/caption]
এ বিষয়ে তিনি বলেন, ‘বছরে প্রায় ২ কোটি যাত্রী ব্যবস্থাপনায় সক্ষম এ টার্মিনালে, বিশ্বমানের সকল সুযোগ-সুবিধা থাকবে’। এখন প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল, চলতি বছরের অক্টোবর মাসে চালুর জন্য জোর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ হয়েছে। এর আগে দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী আবদুল মালেকের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ২২ জানুয়ারি।
[caption id="attachment_631" align="aligncenter" width="596"] - থার্ড টার্মিনাল নির্মাণ কাজ (ফাইল ছবি-২)[/caption]
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে, গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টার্মিনালের আংশিক উদ্বোধন করেন। এরপর বিমানের একটি ফ্লাইট পরীক্ষামূলক উড্ডয়ন করে। অপরদিকে, মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে।
------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com