dailybanglavoice.com
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভূত্থানের পর, দেশে অকেজো হয়ে পড়ে পুলিশ সংস্থার কার্যক্রম। তার গতি ফিরিয়ে আনতে গত বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। এতে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে মো. মাইনুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর আগে অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের বিরুদ্ধে পুলিশকে ব্যবহারের অভিযোগ উঠে।