dailybanglavoice.com
সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বাংলাদেশ সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী শনিবার (১০ আগস্ট) তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। তবে রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন বলে জানা গেছে।
এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে, শনিবার সকালে ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগের সিদ্ধান্ত নেন দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরপর রাতেই আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com