dailybanglavoice.com
‘নতুন শিক্ষানীতি ও কারিকুলাম দেশবিরোধী মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’। ২৫ জানুয়ারি, নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশ ও ধর্মীয় মূল্যবোধবিরোধী নতুন এ শিক্ষানীতি ও কারিকুলাম বাস্তবায়ন হলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। দেশের আবহমানকালের যে ঐতিহ্য ও সংস্কৃতি, তা ভুলিয়ে দেয়া হবে। কথায় আছে, কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা হামলা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই; বরং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই হবে। সেই কাজটি অত্যন্ত সুচারুভাবে, সুপরিকল্পিতভাবে করে যাচ্ছে আওয়ামী লীগ’।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণ করা হয়। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়, যাতে নতুন প্রজন্মকে তাঁবেদার বানানো যায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জয়নুল আবদিন ফারুক ও আবুল খায়ের ভুঁইয়া।
=================