dailybanglavoice.com
দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়, রাজধানীর ভাটারার সাইদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে একজন কিশোরীর প্রাণহানি ও বেশকিছু বাড়িঘর পুড়ে যায়। গতকাল বিকেলে ওই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
মহানগরী আমির ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিপদে ধৈর্য না হারিয়ে মহান আল্লাহর ওপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের প্রতি আহ্বান জানান এবং নিহত কিশোরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরী মজলিসে শূরা সদস্য ও ভাটারা থানা আমির ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমদে, সেক্রেটারি রেজাউল করিম ও থানা তরবিয়ত সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রমুখ।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com