dailybanglavoice.com
আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যালয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী বইমেলা। নগদের কর্মীদের জন্য নগদ ও প্রথমার উদ্যোগে মঙ্গলবার থেকে মেলার আয়োজন করা হয়েছে। মূলত নগদ কর্মীদের বাংলাদেশের সেরা সব বই কেনার সুযোগ করে দিতেই এই আয়োজন।
জানা গেছে, প্রথমার অনলাইন মার্কেট প্লেসে তাদের নিজেদের প্রকাশিত সব বই ২৫ শতাংশ ছাড়ে কেনার ব্যবস্থা থাকছে এই মেলায়। এখানে দেশের বিভিন্ন প্রকাশনীর গুরুত্বপূর্ণ সব প্রকাশনা থাকবে। এছাড়া নগদ কর্মীরা এই মেলা থেকে নগদ পেমেন্টে বই কিনলে ২৫ শতাংশ ছাড় পাবেন। নগদ কার্যালয়ের ছাদে অনুষ্ঠিত হবে এই বইমেলা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, নগদের ডেপুটি সিএমও মোহাম্মদ সোলাইমান, মানবসম্পদ বিভাগের পরিচালক শাহরিয়ার সাঈদ এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক শুভেচ্ছা স্মারক হিসেবে, কথাসাহিত্যিক আনিসুল হকের নিজের লেখা ৪টি বই তাকে উপহার দেন। মিশুক বলেন, ‘নগদ সবসময় তার কর্মীদের চেতনাগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মনে করি, বই পড়ার চেয়ে বড় আত্মোন্নয়ন আর হয় না। এই বইমেলা আমাদের বইপ্রেমী কর্মীদের জন্য দারুণ একটা সুযোগ। তারা এখান থেকে বই পছন্দ করে কিনতে পারবেন এবং পড়বেন।’
------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com