dailybanglavoice.com
দেশের বেসরকারি খাতের-ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ২০২৪ সালের জানুয়ারি মাসে ৭শ মিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণের মাধ্যমে, নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের আহরিত রেমিট্যান্স, মোট রেমিট্যান্সের প্রায় ৩৫ শতাংশ, আর ইসলামী ব্যাংকগুলোর মধ্যে এ পরিমাণ ৫০ শতাংশের বেশি।
গত মাস জুড়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা এই রেমিট্যান্স ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন। এর আগের মাসেও বরাবরের মতো, প্রবাসীদের পছন্দের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। ফলে সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরণ করে দেশে প্রবাসী আয় এনে, একমাসে সর্বোচ্চ প্রবাসী রেমিট্যান্স আহরণের নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
জানা গেছে, ইসলামী ব্যাংক দীর্ঘ ১৬ বছর ধরে প্রবাসী আয়ে শীর্ষ স্থানে রয়েছে। এটি প্রতিষ্ঠার শুরু থেকে নিজস্ব আমদানি ব্যায় পরিশোধের পর এ পর্যন্ত সরকারি রিজার্ভে ১২.৫০ বিলিয়ন ডলারেরও বেশি যোগ করে অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশি-বিদেশি নানান পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে।
————————-