প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
শেয়ারবাজার: দাম বেড়েছে অধিকাংশ শেয়ার ও ইউনিটের
dailybanglavoice.com
দেশের শেয়ারবাজার, আতঙ্ক কেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে বাজারটিতে টানা ২ কার্যদিবস মূল্যসূচক বাড়লো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।
অপরদিকে, এর আগে ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর মাত্রাতিরিক্ত বিক্রির চাপে গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবস শেয়ারবাজারে বড় দরপতন হয়। এতে ৫ দিনেই ডিএসইর বাজার মূলধন প্রায় ৩৩ হাজার কোটি টাকা কমে যায়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও বড় দরপতন হয়। তবে সোমবার বিক্রির চাপ কিছুটা কমে আসায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়। ডিএসইতে বাড়ে সবকটি মূল্যসূচক। এ পরিস্থিতিতে মঙ্গলবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।
লেনদেনের শুরুতে দেখা দেয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৯২টির। আর ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার তালিকায় থাকা ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার দাম একদিনে যতটা বাড়া সম্ভব ততোটাই বেড়েছে। লেনদেনের বেশিরভাগ সময়জুড়ে এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার দাম দিনের সর্বোচ্চ দামে বিপুল পরিমাণে ক্রয় আদেশ আসে। বিপরীতে শূন্য হয়ে পড়ে বিক্রয় আদেশের ঘর।
দাম বাড়ার ক্ষেত্রে দেড় ডজন প্রতিষ্ঠান এমন দাপট দেখানোর দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫০ পয়েন্টে উঠে এসেছে। অপর ২ সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২৭২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১ টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬ টির এবং ২৫ টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ টাকা।
--------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com