dailybanglavoice.com
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার জন্য, বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে সিটি ব্যংক। দেশের ব্যাংকিং খাতে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দেয়া এটিই প্রথম অনুমোদন।
বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করার সঙ্গে সঙ্গে, সিটি ব্যাংক তার যাবতীয় শাখা ও অন্য চ্যানেল ব্যবহার করে, এখন থেকে গ্রাহকদের কাছে বীমা পণ্য বাজারজাত ও বিক্রি করতে পারবে।
কেন্দ্রিয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক শাহরিয়ার সিদ্দিকী সিটি ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফের কাছে, ২৪ জানুয়ারি এই অনুমোদনপত্রটি হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআরপিডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান এবং সিটি ব্যাংকের চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুন্ডুসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
================
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com