প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ
২০২৩-২৪ করবর্ষ: রিটার্ন জমা দেননি ৫০ লাখ ‘টিআইএন’ধারী
dailybanglavoice.com:এ বছর ২০২৩-২৪ করবর্ষে ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা পড়েছে, ৩৬ লাখ ৬২ হাজার টাকা। যা আগের ২০২২-২৩ করবর্ষে ছিল ৩০ লাখ ২৮ হাজার টাকা। এতে বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে প্রায় ৬ লাখ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যক্তি ও কোম্পানি করদাতার পরিমাণ ৯৮ লাখ ৩৪ হাজার ৬১৫। সে হিসাবে এখনো প্রায় ৬৫ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। তবে এর মধ্যে প্রায় অর্ধকোটি ‘টিআইএন’ ধারী রয়েছে। যারা এখনো রিটার্ন জমা দেননি।
অপরদিকে, রিটার্নের সঙ্গে আয়কর আদায় বেড়েছে প্রায় ৯০১ কোটি টাকা। আর ৩১ জানুয়ারি পর্যন্ত ই-টিআইএন নিবন্ধন দাঁড়িয়েছে ৯৯ লাখ ৬৯ হাজার ৫১৫। জানা গেছে, যাদের ট্যাক্স আইডেন্টিটি ফিকেশন নাম্বার বা টিআইএন রয়েছে, তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে রিটার্ন দাখিল করলেই যে আয়কর দিতে হবে তা নয়। কারো আয় যদি করযোগ্য না থাকে তাহলে কর দেয়ার প্রয়োজন নেই। শুধু রিটার্ন জমা দিলেই হবে।
এই করদাতাদের সম্পর্কে জানতে চাইলে এনবিআরের আয়কর অনুবিভাগের শীর্ষ এক কর্মকর্তা জানান, কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন বা বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে, গত বছরের চেয়ে দ্বিগুণ হারে জরিমানা দিতে হবে। জানা যায়, গত বছর আয়কর অধ্যাদেশ ১৯৮৪ বাতিল হয়ে এ বছর থেকে আয়কর আইন ২০২৩ বাস্তবায়ন হয়েছে এবং এর ফলে ব্যক্তি করদাতার আয়কর গণনাসহ ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে বেশকিছু পরিবর্তন এসেছে। যেমন কোনো করদাতা ৩১ জানুয়ারির মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। পরে তিনি ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এ ক্ষেত্রে ১ মাসের জন্য ৪ শতাংশ করে সুদ দিতে হবে।
নিয়ম অনুযায়ী, প্রতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই ৫ মাস জরিমানা ছাড়া বার্ষিক আয়কর রিটার্ন জমা দেয়া যায়। ৩০ নভেম্বর দেশে আয়কর দিবস হিসেবে পালিত হয়। এ দিনই ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমার শেষ তারিখ। তবে করদাতাদের সুবিধার্থে প্রতি বছরই সাধারণত এই সময় বৃদ্ধি করা হয়ে থাকে। এবার রিটার্ন জমা দেয়ার শেষ দিন ছিল ৩১ জানুয়ারি ২০২৪।
-----------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com