dailybanglavoice.com
চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে, এডিপি বাস্তবায়ন হয়েছে গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে এডিপি বাস্তবায়নের হার ২২ দশমিক ৪৮ শতাংশ। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এসব চিত্র দেখা গেছে।
গত অর্থবছরে সর্বনিম্ন ২৩ দশমিক ৫৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। এদিকে, চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ২ লাখ ৭৪ হাজার কোটি টাকা। ডিসেম্বর পর্যন্ত ৫৮ মন্ত্রণালয় ও বিভাগের ১ হাজার ৩৯২ টি প্রকল্পে বরাদ্দের অর্থ খরচ হয়েছে মাত্র ২২ দশমিক ৪৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এর বাস্তবায়ন ছিল ২৩ দশমিক ৫৩ শতাংশ। এ ছাড়াও গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ বাস্তবায়ন ছিল ২০২১-২২ অর্থবছরে। ওই বছর আলোচ্য সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২৪ দশমিক শূন্য ৬ শতাংশ।
আর ডিসেম্বর শেষে বিভিন্ন প্রকল্পে অর্থ ব্যয় হয়েছে ৬১ হাজার ৭৩৯ কোটি ৬৯ লাখ টাকা। যা মোট বরাদ্দের ২২ দশমিক ৪৮ শতাংশ। একক মাস হিসেবে গত ডিসেম্বরে বিভিন্ন প্রকল্পে সরকারের বাস্তবায়ন ৫ দশমিক ৪২ শতাংশ। গত বছর তা ছিল ৫ দশমিক ১৩ শতাংশ। গত ডিসেম্বরে ব্যয় হয় ১৪ হাজার ৮৮২ কোটি টাকা।
আইএমইডির কর্মকর্তারা জানান, এডিপি বাস্তবায়নে সরকার বিভিন্ন কৌশল প্রণয়ন করলেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এখনো তাদের বাস্তবায়ন সক্ষমতা সেভাবে গড়ে তুলতে পারেনি। তাদের মতে, প্রকল্পের দরপত্র আহ্বান থেকে শুরু করে, ভূমি অধিগ্রহণ, বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করা, প্রশাসনিক অনুমোদন, প্রকল্প পরিচালক নিয়োগ ও যথাযথ সম্ভাব্যতা জরিপের অভাব এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের মতো নানান সমস্যা এডিপি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
-------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com