dailybanglavoice.com
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে, তার জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩০ জানুয়ারি, হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। অপরদিকে, আগামী ১৫ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছেন আদালত।
এ দিন রিটের পক্ষে শুনানি করেন, আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিচুল মাওয়া আরজু।
উল্লেখ্য, রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় করা পৃথক ৩ টি মামলায় আলতাফ হোসেনকে গ্রেফতার দেখিয়ে তার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ২৮ জানুয়ারি রিটটি করেন, তার স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী। তার আইনজীবী জানিয়েছেন, মামলাগুলো ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। এর আগে ২০২৩ সালের ৫ নভেম্বর, গাজীপুরের টঙ্গী থেকে আলতাফ হোসেনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
-------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com