dailybanglavoice.com
জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের মোবাইল চুরির মামলায়, অন্য ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানসহ ২ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১ ফেব্রুয়ারি, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মশিউল আলম ভূঁইয়া আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
অপর আসামি হলেন, আব্দুর রহিম মিলন। এর মধ্যে আসামি আযানের ৩ এবং মিলনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আসামি মিলনের পক্ষে তার আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আসামি আযানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত রিমান্ডের এ আদেশ দেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বাসা থেকে দুটি আইফোন এবং ওয়ারড্রবের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলারসহ মোট সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে গত ২৯ জানুয়ারি ক্রিকেটার স্বর্ণা আক্তার মামলা দায়ের করেন।
এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া আইফোনসহ অন্য মালামাল উদ্ধার করা হয়। চুরি যাওয়া মোবাইলের ক্রেতা মিলনকেও গ্রেপ্তার করা হয়।
--------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com