প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
বার্ষিক ভোজে না যেতে প্রধান বিচারপতিকে অ্যাডহক কমিটির চিঠি
dailybanglavoice.com
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) বার্ষিক ভোজ হবে ১ ফেব্রুয়ারি। বার্ষিক ভোজ আয়োজনের কার্যক্রম প্রায় শেষ। অপরদিকে এই ভোজ বর্জনের ডাক দিয়েছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি। এ নিয়ে ২৮ জানুয়ারি তারা প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন।
এ দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে বার্ষিক ভোজ আয়োজনের কার্যক্রম। এরই মধ্যে প্যান্ডেল বানানোর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। প্রতিদিনই বিতরণ করা হচ্ছে ভোজের দাওয়াতি কার্ড। উল্লেখ্য, গত বছর আইনজীবী সমিতির ইফতার পার্টির দিন ভাঙচুর, হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রোববার পাঠানো ওই চিঠিতে বলা হয়, আপনি অবগত আছেন, গত বছরের ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারে কোনো ভোট অনুষ্ঠিত হয়নি। জনৈক দুজন ব্যক্তি নিজেদের সভাপতি-সম্পাদক দাবি করে অবৈধভাবে পুলিশ দিয়ে বার সমিতির অফিস দখল করে রেখেছেন।
পক্ষান্তরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের রচয়িতা এবং বারের সাবেক সভাপতি এম. আমির-উল-ইসলামের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৭ (৩) (এ) অনুযায়ী ৩০ মার্চ ২০২৩ এক তলবী সাধারণ সভার মাধ্যমে বারের সদস্যরা বর্তমান অ্যাডহক কমিটি গঠন করেন। সুপ্রিম কোর্ট বারের সংবিধান অনুযায়ী বারকে প্রতিনিধিত্ব করার এখতিয়ার শুধু অ্যাডহক কমিটির।
---------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com