dailybanglavoice.com
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) উঠেছে। ৩১ জানুয়ারি, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে তালিকাভূক্ত হয় এটি।
অপরদিকে, রায় ঘোষণার ৯ বছর পর আপিল আবেদনটি শুনানির জন্য উঠলো। আপিল বিভাগের এই মামলায় আইনজীবী হিসেবে রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ নভেম্বর মোবারক হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহীমের (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
----------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com