dailybanglavoice.com: সাময়িক বরখাস্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন প্রিন্সকে, যৌতুকের মামলায় জামিন পেতে স্ত্রীকে ভুয়া তালাকনামা পাঠানোর মামলায়, কারাগারে পাঠানো হয়েছে। তিনি ৩৬ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ১ ফেব্রুয়ারি এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চসূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত বুধবার আদালতে এ মামলায় সোহেল আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপরদিকে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি সোহেলের স্ত্রী রিফাত জাহান বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় তার স্বামী সোহেলসহ বিবাহ রেজিস্ট্রার ও কাজী জামাল উদ্দিনকে আসামি করা হয়।
-------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com