প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
হাইকোর্টের নজরে, খুলনায় তরুণীকে যৌন নিপিড়নের ঘটনা
dailybanglavoice.com
খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এক তরুণীকে অপহরণ ও যৌন নিপিড়নের বিষয়টি, হাইকোর্টের নজরে আনা হয়েছে। এ বিষয়ে মামলা হয় কি না খোঁজ রাখতে বলেছেন আদালত। ৩০ জানুয়ারি, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব কথা বলেন। এ সময় আদালত আরো বলেন, ‘বিষয়টি আমরা নজরে রাখবো’।
তরুণীর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। বুধবার আদালতে ‘খুলনায় চরম যৌন নিপিড়নের অভিযোগ করা তরুণীকে, হাসপাতাল চত্বর থেকে অপহরণ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করেন আইনজীবীরা। এ সময় আদালত বলেন, ‘যৌন নিপিড়নের ঘটনায় সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের যে গাইডলাইন রয়েছে, সেগুলো পুলিশ সঠিকভাবে মানছে কি না খোঁজ-খবর নিয়ে দেখুন। আর পুলিশ যদি মামলা না করে থাকে আমরা অবশ্যই দেখবো’।
--------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com