প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ
৩ দশক আগের হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
dailybanglavoice.com
চট্টগ্রামের আনোয়ারা থানার ৩৩ বছর আগের একটি হত্যা মামলায়, দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২৯ জানুয়ারি, চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, আনোয়ারা থানা এলাকার মো. ওসমান ও নুরুজ্জামান।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৪ জুন আনোয়ারা থানার গহিরা গ্রামের হাড়িপাড়ায় ঘরের ভেতর ঢুকে আজিজুর রহমান নামে ১ ব্যক্তিতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলাটি দায়ের করেন।
-------------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com