প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
নামাজের মুসাল্লায় পবিত্র কাবা ও স্থানের ব্যবহার বন্ধে রিট
dailybanglavoice.com
‘নামাজের মুসাল্লা’য় পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ ও আল আকসা মসজিদসহ অন্যসব পবিত্র স্থানের ছবি অথবা প্রতিকৃতির ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়েছে। রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি, রিটকারী আইনজীবী শেখ ওমর শরীফ বিষয়টি গণমাধ্যমমে নিশ্চিত করেন।
অপরদিকে, রিটে এসব পবিত্র স্থানের ছবি ও প্রতিকৃতি ব্যবহার করে ‘নামাজের মুসাল্লা’ উৎপাদন ও আমদানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে এবং এসব ছবি সংবলিত ‘নামাজের মুসাল্লা’ তৈরি ও আমদানি করা সংক্রান্ত বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ ছাড়া রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।
রিটকারীর আইনজীবী বলেন, ‘নামাজের মুসাল্লা’ পবিত্র স্থানের ব্যবহার করলে তা পদদলিত হয়ে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। তাই এই ধরনের ছবিযুক্ত জায়নামাজের বিক্রয়, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন, দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান।
----------------------
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com