বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে গোপনে ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার, প্রতিষ্ঠানটির মালিক ফারনাজ আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। ১৩ জানুয়ারি, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ জামিন মঞ্জুর করেন। জানা গেছে, শনিবার বিদেশ থেকে ফেরার পর ইমিগ্রেশন থেকে তাকে আটক করে পুলিশ। রাজধানীর ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড নামে ওই পার্লারের মালিক তিনি।
শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে, আসামি পক্ষে জামিন আবেদন মঞ্জুর করা হয়। ধানমন্ডি মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারা হলেন- এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করে পুলিশ।
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com