dailybanglavoice.com
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, নওগাঁ জেলা থেকে আওয়ামী লীগ মনোনয়নে বিজয়ী ৩ সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২৫ জানুয়ারি, বিকাল ৫টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে, নাগরিক কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া নওগাঁ-১ আসনের এমপি, বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাগরিক কমিটির আহবায়ক ডা. মো: আশেক হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘লোভ সংযত করে লাভের পরিমাণ কমাই। মানুষের সেবা করাসহ সৃষ্টির মধ্যে আনন্দ রয়েছে’।
সভায় বক্তৃতা করেন, সাবেক এমপি শহীদুজ্জামান সরকার এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল। এসময় জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ি প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেষ্ট দিয়ে সন্মাননা জানানো হয়।
=============
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com