dailybanglavoice.com
টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি বলেছেন, শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এটা ভুল ধারণা। অভিনেত্রীর দাবি-তাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে। অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না। এতে তিনি শঙ্কিত নন বলেও জানা গেছে।
তবে তাকে চিত্রজগতে আপাতত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে, খোলামেলা পোশাকের ছবি আপলোড করে নিয়মিতই আলোচনায় থাকছেন। তিনি বলেন, খোলামেলা এসব ছবির মন্তব্যের ঘরে কটূক্তি, র্ভৎসনা ও লেখা দেখতে পাওয়া যায় ভূরি ভূরি। যদিও এসব সমালোচনা-কটূক্তিতে কান দেন না এই অভিনেত্রী।
পূজা বলেন, ‘শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে! আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি’।
=============
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com