dailybanglavoice.com
অধিনায়কত্বের পাল্লায় এখনও দেশ সেরা মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের জনপ্রিয় এই খেলোয়াড় গত বিপিএল আসরের ন্যায় এবারো সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। তাই এখন ক্রীড়ামোদিদের হৃদয় হরণ করা নাম হচ্ছে ‘ম্যাশ’।
এর আগে ক্রিকেট থেকে, রাজনীতির মাঠে জনপ্রিয়তা অর্জন করেন মাশরাফি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। আর এবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য তিনি।
অধিনায়ক হিসেবে ২০০৯ সালের জুন মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন। এরপর ওয়েন্ট ইন্ডিজের সঙ্গে তার নেতৃত্বে প্রথম ম্যাচেই বাংলাদেশ জয়লাভ করে। যদিও চোটের কারণে মাঠ ছাড়তে হয় নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফিকে।
অপরদিকে, মাঠের মাশরাফিকে এবারও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে। সিলেটের বিশ্বনাথ থেকে খেলা দেখতে আসা সিরাজুল ইসলাম বলেন, ক্রিকেটের কিংবদন্তি মাশরাফি। সব ফরম্যাটেই তিনিই সেরা। আর সিলেটে মাশরাফির খেলা হবে, আর দেখবো না, এটা মিস করা যাবে না।
ক্রিকেটপ্রেমি মৃনাল কান্তি দাস বলেন, মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটের ডায়নামিক লিডার। তার নেতৃত্বে খেলা মানে আলাদা আকর্ষণ। যে কারণে সিলেটের দর্শকরা যতটুকুনা ক্রিকেট নৈপুন্য উপভোগ করেতে আসেন, তার চেয়ে বেশি মাশরাফির খেলা উপভোগ করতে মাঠে আসেন। তবে, ২৬ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল-২০২৪’র উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় মাঠে নামে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ মার্চ সফররত জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় ওয়ানডে ম্যাচের পর এই সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়েন। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ৮৮ ওয়ানডে ম্যাচ খেলে ৫০টিতে জয়লাভ করে। জয়ের হার ৫৬ দশমিক ৮ শতাংশ।
=============
Advising Editor : -- -- -- -- -- --
Chief Editor : -- -- -- -- -- --
Editor : Bablu Rahman
Executive Editor : Abdur Rahman Khan
---
Corporete Office: Level 9-A,
Confidence Center, Sahjadpur,
Gulshan, Dhaka
---
© Dailybanglavoice.com