dailybanglavoice.com
বাংলাভয়েস-স্পোর্টস ডেস্ক: নাজমুল হোসেন শান্ত ২৬ বছর বয়সে টেস্ট ম্যাচে প্রথম টাইগার দলের অধিনায়ক হয়ে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন। এতে বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে এগিয়ে যায়। দর্শকরাও পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পঞ্চম বিকেলে জয়ের সাথে ইতিহাস তৈরি করা ম্যাচটি উদযাপন করেছেন।
এদিন বাংলাদেশ ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। টেস্ট ইতিহাসে এই প্রথম বড় ব্যবধানে ম্যাচ জিতলো বাংলাদেশ। এ ছাড়াও টেস্ট ফরম্যাটে প্রথমবারের মত পাকিস্তানকে হারালো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ বারের মোকাবেলায় ১২টি হার ও ১টি ম্যাচ ড্র করেছিলো টাইগাররা। এখন পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ১৪৩ টেস্টে ২০তম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
জানাগেছে, রোববার পিচে ফাটল ছিল বেশি এবং বলটি স্কোয়ারে পরিণত হয়েছিল। এ সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশ দলের স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান। দুই স্পিনারের ঘুর্ণিতে, দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে ম্যাচ জিততে মাত্র ৩০ রানের টার্গেট পায় বাংলাদেশ।
মিরাজ ৪টি ও সাকিব ৩টি করে উইকেট নেন। সপ্তম ওভারের তৃতীয় বলেই ৩০ রানের সহজ টার্গেট স্পর্শ করে ফেলে টাইগাররা। জয়ের জন্য টার্গেট স্পর্শ করতে ৩৯ বল খেলেন, বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। সপ্তম ওভারের তৃতীয় বলে স্পিনার সালমানকে ৪ মেরে বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন জাকির। ৩টি চারে অপরাজিত ১৫ রান করেন জাকির। ১টি বাউন্ডারিতে ৯ রান করেন প্রথম ইনিংসে ৯৩ রান করা সাদমান। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে আসে ১৯১ রান। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠলো বাংলাদেশ।
অপরদিকে, ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪০ শতাংশ পয়েন্ট অর্জিত হয়েছে টাইগারদের। আর টেস্ট হেরে এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেল পাকিস্তান। ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৩০ দশমিক ৫৬ শতাংশ পয়েন্টে আছে পাকিস্তান। টেবিলের শীর্ষে আছে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান প্রথম ইনিংস: ৪৪৮/৬ ডি, ১১৩ ওভার (রিজওয়ান ১৭১*, শাকিল ১৪১, হাসান ২/৭০, শরিফুল ২/৭৭)। বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৬৫/১০, ১৬৭ দশমিক ৩ ওভার (মুশফিক ১৯১, সাদমান ৯৩, মিরাজ ৭৭, নাসিম ৩/৯৩)। পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৪৬/১০, ৫৫ দশমিক ৫ ওভার (রিজওয়ান ৫১, শফিক ৩৭, মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩০/০, ৬ দশমিক ৩ ওভার (জাকির ১৫*, সাদমান ৯*)।
সুত্র: ক্রিকবাজ, ছবি: এএফপি